প্রকৃত স্রষ্টার ধারণাই শান্তিই আনতে পারে ।




এরাই হিদায়াতের বিনিময়ে ভ্রষ্টতা কিনে নিয়েছে এবং ক্ষমার বিনিময়ে কিনেছে শাস্তি এদের কী অদ্ভুত সাহস দেখো জাহান্নামের আযাব বরদাস্ত করার জন্যে এরা প্রস্তুত হয়ে গেছে (evKviv : 17)


মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০১৫

যেদিন তোমার বিপদ আসবে

যেদিন তোমার বিপদ আসবে ৤
সেদিন কান্না ছাড়া আর কোন উপায় থাকবে না ৤
যেদিনে তোমাকে একলা চলতে হবে ৤
সেদিন খুজে পাবে না কাওকে ৤ যত ভালো সহযোগীই থাক না কেন তোমাকেও হয়ও্ব একদিন একলা চলতে হতে পারে ৤ চারিদিকে দেখবে শুধু বাধা , না থাকবে কোথাও যাওয়ার জন্য ফাকা স্থান ৤ তখন সবাই থাকবে , কিন্তু কাওকে পাবেনা , হিটলারও পাইনি তার শেষ সাথী হিসাবে কাওকে, সে কি ‍শুধু নিজের জন্য করে ছিল, তবে এত সৈন্য সে পেয়েছিল কোথা, এত সহযোগীই বা পেল কোথায়? একলা মানুষ কি শাসন করতে পারে ৤ যখন তার সময় ভালো ছিল, তখন ছিল সবাই, যখনই ব্যর্থ সংবাদ আসলো তার পাশে দাড়ানোর কেহ আর অবশিষ্ট্য ছিল না ৤ এমন পরিস্থিতি যেন আপনার জীবনে না আসে ৤
তাই পাশের ভাই যখন বিপদে পড়ে তাকে সাহয্য করতে না পারলেও ভেবে দেখুন আপনি কি তার এই বিপদে জন্য দায়ী নন তো ?
সাবধান তা আপনারও সামনে আসবে বিপদ অন্যের জন্য কিছুই করার থাকবে না ৤

মানুষ ভাবে যে বিপদ আপদ, জুলুম, নিপিড়ন, সব আল্লাহর পরিক্ষা, ৤ হা! কথা ঠিক ৤ কিন্তু কত খানি ঠিক বলতে পারেন ?
বলবেন জানি না ৤
আমি বলছি, আল্লাহ বলেছেন , মানুষ যা করে তা তার দ-হাতের অর্জিত কর্মফল৤
কোন বিপদই স্রষ্টার পক্ষ থেকে নই , বরং বলুন আমরাই তার জন্য দায়ী ৤
আর তাই যখন মিছিলে গুলি খেয়ে মানুষ মরলেও তার জন্য আমরা দায়ী ৤
কোন মানুষ নির্যাতিত, ধ্বর্ষন হলেও তার জন্য আমরা দায়ী ৤
কোন মানুষ অধিকার থেকে বঞ্চিত হলেও তার জন্য আমরা দায়ী ৤
কোন মানুষ বিনা চিকিৎসায় মারা গেলে তার জন্য আমরা দায়ী ৤
কোন মানুষ না খেতে পেয়ে মারা গেলে তার জন্য আমরা দায়ী ৤
কোন চুরি , ডাকাতি, খুন হলে তার জন্য ও আমরা দায়ী ৤
যত কারনে মানুষ বিপদে পড়ে তার বেশির ভাগ আমরা সমাজের লোক গুলো দায়ী ৤
এত বড় বড় গুনাহর কাজ করে প্রতি দিন পাচবার নামাজ পড়রেই যদি বেহেস্ত পাওয়া যেত , তবে আমি সবার আগে ঐ খাত নাম লিখাতাম ৤
এই সকল সব সমস্যার সমাধানে বেশি কিছু করতে হবে না ৤ দিতে হবে না , আপনার জীবন, না দিতে বলবো আপনার সম্পদ, না দিতে বলবো আপনার জীবনের অনেক সময় ৤ নিতে বলবো নিজের ভালো কিভাবে করতে হয়, নিজের উপকার হবে কিসে, কি তার ছোট সমাধান ৤

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন