প্রকৃত স্রষ্টার ধারণাই শান্তিই আনতে পারে ।




এরাই হিদায়াতের বিনিময়ে ভ্রষ্টতা কিনে নিয়েছে এবং ক্ষমার বিনিময়ে কিনেছে শাস্তি এদের কী অদ্ভুত সাহস দেখো জাহান্নামের আযাব বরদাস্ত করার জন্যে এরা প্রস্তুত হয়ে গেছে (evKviv : 17)


মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৫

বোকা বনের বোকা মানুষ



সময়ের দাবি!
আমরা আমাদের সমাজটাকে
will be enlight to us
বোকা বনের বোকা মানুষকে ব্যবহার করছি । যেখানে না আছে স্বাধারন মানুষের মুল্য , না আছে তাদের কোন অধিকার । কেহ দেখায় ধর্মের দোহাই, কেহ দেখায় ক্ষমতার ভয়, এর সাথে মিশে আছে অর্থনৈতিক ধোকা । কি আপরাধ করেছে এই অবহেলিত স্বাধারন মানুষ গুলো । এরা তো কোন মানুষই নয় সমাজের সভ্য মানুষের কাছে । এই সমাজের নেতা, সমাজের রক্ষক, ধর্মের বাহক, প্রশাসনিক কর্মকর্তা, এমন কি শিক্ষক, আপনাদের বলি , মাস গেল যে টাকা দিয়ে আপনার ব্যয় নির্বাহ করেন, সেই টাকা কে আপনাকে দেয় ?
কার কাছে থেকে আপনি অবৈধ ভাবে টাকা নেন ?
কাদরে উপরে ক্ষমতার অপব্যবহার করেন,, এই ক্ষমতা কে দিল ?
এমনই অনেক, মুলত আপনি যা নিয়ে এতো সব করেন , তা ঐ না জানা , নির্বোধ বোকা মানুষেরই দেওয়া । এই মানুষটা না থাকলে কোথায় পেতেন ? বলতে পারেন ‘
একবার ভেবে দেখুন যাকে আপনি কষ্ট দিলেন , যাকে আপনি ঠকালেন, তাকে আপনি কতটুকু ক্ষতি করলেন আমি যানি না । কিন্তু আপনি যে নিজেরই ঠকালেন , তা আমি স্পষ্ট করে দেখিয়ে দিতে পারি ।


নেপলিয়ন ঠিক কথা বলেছিল , যে সমাজে দাস নেই, সেই সমাজই অন্য সমাজের দাস । তাই কখন যে আপনারা অন্য সমাজের দাসে পরিনত হয়েছেন , তা কখোনই বুঝবার জন্য ভাবেন না । একজন চাকর যত বিলাসী জীবন পাক তা কখনো মালিকের মত হয় না । তাই বাংলার সমাজের সমাজকর্তারা যত অর্থই লাভ করুক না কেন , পা চাঁটা গোলমের উপরে সম্মান জোটে না ।


আল্লাহ পবিত্র কোরআনের সুরা বাকারা ৭৮ -৭৯
তোমাদের কিছু লোক নিরক্ষর। তারা মিথ্যা আকাঙ্খা ছাড়া আল্লাহর গ্রন্থের কিছুই জানে না। তাদের কাছে কল্পনা ছাড়া কিছুই নেই।
অতএব তাদের জন্যে আফসোস! যারা নিজ হাতে গ্রন্থ লেখে এবং বলে, এটা আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ-যাতে এর বিনিময়ে সামান্য অর্থ গ্রহণ করতে পারে। অতএব তাদের প্রতি আক্ষেপ, তাদের হাতের লেখার জন্য এবং তাদের প্রতি আক্ষেপ, তাদের উপার্জনের জন্যে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন