প্রকৃত স্রষ্টার ধারণাই শান্তিই আনতে পারে ।




এরাই হিদায়াতের বিনিময়ে ভ্রষ্টতা কিনে নিয়েছে এবং ক্ষমার বিনিময়ে কিনেছে শাস্তি এদের কী অদ্ভুত সাহস দেখো জাহান্নামের আযাব বরদাস্ত করার জন্যে এরা প্রস্তুত হয়ে গেছে (evKviv : 17)


রবিবার, ২৯ মার্চ, ২০১৫

সময়ের কাছে বন্দি জীবনের চাকা।


সময়ের কাছে বন্দি জীবনের চাকা।

বিচিত্র জবনের কাছে সবচেয়ে মুল্যবান সম্পদ হলো সময়। সেই সমই আমাদের বিচিত্র ভাবে ভোগায়। কখনো কখোন কেমন করে সময় পার করি তা বুঝতে পারি না। কাজ না থাকরে বলি সময় কিভাবে কাটাবো । আবার যার কাজ আছে তার কাছে সময় নেই। আমি এখনো বুঝতে পারি নাই কেনই বা আমাদরে সমায়ের সাথে সাথে চিন্তা মুল্য বোধের পার্থক্য ঘটে । মানুষে বলে বিবেক বুদ্ধি আল্লাহর দান । কথা ঠিকই এক হিসাবে। কিন্তু তার ব্যাখ্যা এত জটিল তা বল্লে কত পারসেন্ট লোকে বুঝবে তা নিয়ে আমার সন্দেহ রয়েছে।
মুল্য সম্পর্কে আমরা সবাই কম বেশি বুঝি। কিন্তু সময়ের মুল্য কেমন ভাবে মাপা হয় , সেখানেও রয়েছে সব থেকে জটিলতা । ষেখানে মানুষের যোগ্যতা অনুযায়ী তার সমায় এর মুল্য নির্ধারন করা হয়। আবার মনে হয় কার জন্য সময় দেওয়া হয়েচে। সকল মানুষের জন্য কি সময় এর পরিমান নির্ধারন করা হয়েছে। হয়ত্ব ভাবতে পারেন আমি বলতে চাচছি যে এক জন মানুষ যত বছর বাচল সেটাই তার জন্য নিধারিত সময় ।
না মোটেই আমি তা বলিনা। করন একজন মানুষের জীবন কাল ২০০বছর হলেও, তেমন কোন ফারাক পড়ে না যে আরেক জন ৪০বছর হলেও। নির্ভর করে প্রথম ২০ বছর সে জীবনে কেমন ভাবে জীবন কাটিয়েছে। বকি জীবনেও সে ঐ মাফিক পরিচরিত হতে দেখা যাবে। আমাদের গ্রামে বা পাশে এমন আনেক মানুষই নজরে পড়ে যাদের বয়স ১০০ এর বেশি । তারা কি জবনে খুব বেশি কিছু করেছে। কিন্তু যারা ৪০ বছর বেচেছে তারা কি তেমন কিছুই করে যায়নি।
যাইহোক বিষয় এটা নয়। মুল ব্যাপার হলো : আমরা সময় পাবার জন্য কি কিছু করি । আমরা টাকা অথবা সম্পদ এর জন্য সময় এর সব টুকু ব্যয় করি। আবার দেখা যায় কিছু মানুষ পরোকালের জন্য বর্তমানের সকল সময় ব্যয় করি ,কারন তার টাকার চিন্তা নেই । কিন্তু জীবনের জন্য সময় বাে পেলাম কেন? আর তার জন্য কিই বা করতে পারি। আমি নিজের চাহিদা কথা বলতে পারি, । কারন আপরে কথা বলতে গেলে হয়ত্ ভুলও বলতে পারি। তাই নিজের কথাই বলা সবচেয়ে নিরাপদ।
আমি আমার জন্য সুখ চাই সময়টাকে ইচ্ছা মত ব্যবহার করতে চাই। আর চাই সেই ভবিষ্যত যেটি সম্পর্কে ১০০ভাগ নিশ্চয়তার পরিচয় পাওয়া যায়।
এখন প্রশ্ন হলো সুখ কি ?
কিভাবে এটা আমি পেতে পারি?


প্রশ্ন যদি কারো কাছে করি ভাই সুখ কি? এই সম্পর্কে আমাকে সঠিক জবাব দিবেন কি, আমাকে? সবাই না বল্লেও ৮০ ভাগ লোক বলে তুমি এতো বোকা যে এখনো সুখ কি জানো না। নাকি আমার সাথে মজা করছো।